Voice Chattogram

Voice Chattogram

বাঙ্গালহালিয়া জাতীয়তাবাদী শ্রমিকদলে সভাপতি সবুজ সম্পাদক নেজাম

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের রাজস্থলী উপজেলার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ তাজুরুল এবং সাংগঠনিক সম্পাদক উসুমং মারমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের মোঃ সবুজ মোল্লাকে সভাপতি, মোঃ নেজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ ২০২৩ সালের ১ আগস্ট কমিটির তালিকা করা হলেও কিছু অভ্যন্তরীণ ত্রুটির কারণে তা প্রকাশ করা হয় নি। অভ্যন্তরীণ ত্রুটি সমাধান করার পর এই কমিটি প্রকাশ করা হয়।

নির্বাচিত সভাপতি সবুজ মোল্লা এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, আমরা আমাদের বাঙ্গালহালিয়া ইউনিয়নের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়া দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবসময় কাজ করে যাবো।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter