Voice Chattogram

Voice Chattogram

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

নিহত মো.হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ছদর উদ্দিন বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিএনজি চালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক হাকিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়। ৫ আগস্টের পরে জনগণের একটা বিষয় হয়ে গেছে তারা আমাদেরকে কিছুই জানায়না। তারা নিজেরা নিজেরাই সব কিছু ধামাচাপা দেয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন