
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় ১ বছর ৫ মাস বয়সের এক শিশুর বিষপানের ঘটনা ঘটেছে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টায় পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের, রাজনগর গ্রামের ১বছর ৫ মাস বয়সী এক ছেলে শিশু বিষপান করেন। বিষপানকারী শিশু মোঃ তালহা উপজেলার ৩ নং গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকার আল আমিন এর পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে অসচেতনতামূলক ভাবে কীটনাশক ঔষধ রেখে দেওয়ায় বাচ্চাটি খেলাধুলার সময় মুখে দিয়ে পান করে ফেলে। পরবর্তীতে সকাল ১০ টায় স্থানীয় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয় এবং বর্তমানে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।
খবরটি পড়েছেনঃ ১০৯