
সরফভাটায় ৪০ লিটার দেশীয় চোলাই ও তাদের বহনকারী সিএনজিসহ ২জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গত (বুধবার) ২২ জানুয়ারি সন্ধ্যাকালীন সময়ে সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর মার্কেটের সম্মুখ পাকা রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ ও তাদের বহনকারী ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে।
আটককৃত হলেন রাউজান থানার মগদাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের মো:সেলিমের ছেলে মো: শুভ (২২) ও একই থানার গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বধু মুন্সি পাড়ার মৃত ছৈয়দ আলীর ছেলে মো: নাজিম উদ্দীন (২৪)।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গ্রেপ্তারকৃত ২জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দক্ষিন রাঙ্গুনিয়া থানার পুলিশ আদালতে প্রেরণ করেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান,গত ২২ জানুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ডিউটিকালীন সময়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তল্লাসি চালিয়ে সিএনজি ভর্তি ৪০ লিটার চোলাই মদ যার মূল্য অনুমান বিশ হাজার টাকা ও বহনকারী একটি সিএনজি আটক করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
