Voice Chattogram

Voice Chattogram

লালমোহন পৌরসভার তিনদিন ব্যাপি কর মেলার উদ্বোধন

ভোলার লালমোহন পৌরসভায় শুরু হলো তিন দিনব্যাপী পৌরকর মেলা। আজ ২০ শে জানুয়ারি ২০২৫ এই মেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ শাহ আজিজ।

তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব সিরাজউদ্দৌলা নবাব।প্রকৌশলী জনাব মোঃ কামাল হোসেন। সরকারি প্রকৌশলী জনাব মোঃ নিজামউদ্দিন।লালমোহন পৌরসভার ডিজাইনার জনাব মোঃ মেহেদী হাসান। কর নির্ধারক জনাব মোঃ ফারুক রহমান, মাওলানা মোঃ হাসান। উচ্চমান সহকারী জনাব মোঃ নাজিম উদ্দিন সহ পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। মেলায় সকল পৌরকরের উপর ১৫% পার্সেন্ট রিবিট বা ডিসকাউন্ট সুবিধা দেয়া হয়। এই মেলায় সর্বসাধারণের ব্যাপক সরব উপস্থিতি পাওয়া গেছে। প্রথম দিনেই ১৫ লক্ষ টাকা বকেয়া কর জমা পড়েছে। উৎসুক জনসাধারণের সাথে আলাপ করে জানা যায় লালমোহন পৌরবাসী প্রথম শ্রেণীর নাগরিক, আমরা প্রথম শ্রেণীর পৌরসভার ট্যাক্স দিয়ে আসলেও বিগত সরকারের আমলে আমাদের লালমোহন পৌরসভার দৃশ্যমান কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

আমরা আমাদের উপর অর্পিত কর প্রদান করছি। সরকার যেন আমাদের পাওনা নাগরিক সুবিধা সমূহ যেমন পৌরসভার রাস্তা, ড্রেন, কালবার্ট, বিদ্যুৎ ও সুপেয় পানিসহ সকল ধরনের নাগরিক সেবা সমূহ সঠিকভাবে আমাদের ব্যবস্থা করেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। ক্ষোভ ব্যাক্ত করে লালমোহন পৌরসভার ৫ নং ওয়ার্ড বর্ণালী সড়কের একজন নাগরিক বলেন আমাদের বর্ণালী সড়কের রাস্তাটি বর্ষায় সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত থাকে, বিগত দিন সমূহে আমরা এ ব্যাপারে বহু লেখালেখি করেও কোন সমাধান পাইনি। আমাদের রাস্তাটিও চলাচলের অযোগ্য হয়ে গেছে। বর্তমানে কিছু কিছু রাস্তাঘাটের কাজে হাত দিলেও তা স্থগিত হয়ে আছে অতি দ্রুত লালমোহন পৌরসভার সকল রাস্তাঘাট পূর্ণ নির্মান করবে আমরা এই আশাই বকেয়া ও চলতি বছরের কর সম্পূর্ণ পরিশোধ করেছি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন