Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটির কাউখালীতে ১১টি ইটভাটায় অভিযান, ইটভাটা বন্ধসহ ৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

হাইকোর্টের আদেশ অনুযায়ী রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অবস্থিত ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা বন্ধ করে দেওয়াসহ ইটভাটা মালিকদের ৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (১১জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার কলমপতি ইউনিয়নে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক অবৈধ ১১টি ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিনুল ইসলাম, কাউখালী থানার ওসি তদন্ত আব্দুল খালেক, কাউখালী ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলায় অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে কাউখালী উপজেলায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত ১১টি ইট ভাটার মধ্যে উপজেলার কলমপতি ইউনিয়নের জেবিএম ইট ভাটা, আদর্শ গ্রামের এটিএম ইট ভাটা, তারাবুনিয়ার এমএন্ডসি, সুগারমিল এসবিডব্লউ, এবিএম ইট ভাটায় অভিযান চালিয়ে ইটভাটার জলন্ত চুল্লির আগুন পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এবং এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধংস করা হয়েছে। একই সাথে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ ১১টি ইটভাটায় ইটভাটা মালিককে ৬ লক্ষ ৮০ হাজার জরিমানা করা হয়েছে এবং অবৈধ ইটভাটায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানিয়েছেন, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙ্গামাটি পার্বত্য জেলার পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে কাউখালীর উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনীয়া উপজেলার বেশ কয়েটি অবৈধ ইটভাটা কাউখালীর পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা, পাশাপাশি এসব ইটভাটায় ৭০শতাংশ জ্বালানি কাঠ ও মাটি কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে পাচারের অভিযোগ রয়েছে। ভৌগলিক অবস্থার কারনে রাঙ্গুনীয়ার কিছু অংশ কাউখালী উপজেলার মধ্যে পড়ে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এসব ইটভাটাগুলো গড়ে তোলে একটি চক্র।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter