Voice Chattogram

Voice Chattogram

অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ। পার্বত্য জেলা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আতিয়ার রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। ড. মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। রাষ্ট্রপতির আদেশ ক্রমে এবং সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে মোঃ আতিয়ার রহমান, পিএইচডি, ডিন, ফ্যাকান্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর, ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়-কে উক্ত বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে নি¤েœাক্ত শর্তে নিয়োগ করা হলো।

(ক) উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। (খ) উপযুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। (গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। (ঘ) তিনি বিশ^বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ভাবে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। (ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদত্যাগ করেন। এতে বিশ^বিদ্যালয়ে অচলাবস্থা ও অভিভাবকহীন হয়ে পড়ে। আর এই অচলাবস্থা নিরসনে এবং ভিসি নিয়োগের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে গত ৬ জানুয়ারি রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙ্গামাটির বনরূপায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter