Voice Chattogram

Voice Chattogram

ফটিকছড়ি উপজেলা জুড়ে “তারুণ্য উৎসব – ২০২৫” উদযাপন হচ্ছে

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ফটিকছড়ি এর সিদ্ধান্ত মোতাবেক ‘আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল’ ক্যাম্পেইন এর অংশ হিসেবে ফটিকছড়ি গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়, ধুরং খুলশি লায়ন্স উচ্চ বিদ্যালয়, নাজিরহাট গার্লস হাই স্কুল এ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।’

তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ফটিকছড়ি এর সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন মাদ্রাসা চালু করেছে ‘আমার মাদ্রাসা, পরিচ্ছন্ন মাদ্রাসা’ ক্যাম্পেইন। এছাড়া তারুণ্যের মেলা সফল করার জন্য ফটিকছড়ি উপজেলা প্রশাসন সামনে আরো নব নব সিদ্ধান্ত নিবে বলে জানান। ফটিকছড়ি নির্বাহী অফিসারের সাথে কথা বলে জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনে, প্রতিটি স্কুল ক্যাম্পাসে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা মূলক কাজ চলবে। যাতে তারুণ্যের এই উৎসব সব তারুণ্যে মাঝে আগামীর সুন্দর পৃথিবী গড়ার উৎসাহ তৈরি করে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন