Voice Chattogram

Voice Chattogram

আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহৎ এ বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী।

তবে আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খোঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক শুভেচ্ছা জানিয়ে ভিডিপি সদস্যদের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সামাজিক ও আর্থিক উন্নয়নে ভিডিপির ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন

সর্বশেষ