Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈলে সমাজ সেবা দিবসে ‘ষড়জ শিল্পী গোষ্ঠী’ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত

রাণীশংকৈলে সমাজ সেবা দিবসে ষড়জ শিল্পী গোষ্ঠী’ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত।

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দীর্ঘদিন থেকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়, সমাজসেবা দিবসে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ষড়জ শিল্পী গোষ্ঠী নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত হওয়ায় সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সেলিম উল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অথিতিবৃন্দ।এসময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সভাপ্রধানের মাধ্যমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়েতের নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার,সেক্রেটারি রজব আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আলী, প্রেসক্লাব আহব্বায়ক ছবি কান্ত দেব, সভাপতি শফিকুল ইসলাম শিল্পি, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ষড়জ শিল্পী গোষ্ঠী স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ ৩৫ বছর ধরে উপজেলার বিভিন্ন সামাজিক কাজের সাথে জরিত থেকে সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন ও সাংস্কৃতিক উন্নয়নে সংগীত ও নাটকের পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশ ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে, সরকারের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে থাকে। সংগঠটির মুল লক্ষ্য হচ্ছে সুস্থ ধারার সংস্কৃতি নির্মানে বদ্ধ পরিকর।এছাড়াও বিভিন্ন সেবামূলক কাজের সাথে জরিত রয়েছেন যেমন,শীতকালে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ,
বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং অসহায় শিল্পীদের মাঝে আর্থিক সহায়তা করা সহ সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে থাকেন এ উপজেলায়।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter