Voice Chattogram

Voice Chattogram

বান্দরবানে নতুন বছরে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় বই বিতরণ কার্যক্রম শুরু

দেশের অন্যান্য জেলারমত পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে নতুন বছরের বই বিতরণের কার্যক্রম।
বই বিতরণ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারী) সকাল থেকেই বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সরব উপস্থিতি দেখা যায়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় তিনি শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের হাতে এই বই প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো.আবু তালেবসহ শিক্ষা প্রতিষ্টানটির বিভিন্ন বিষয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এদিকে নতুন বছরের বই হাতে পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, বান্দরবান জেলা ৭টি উপজেলায় সরকারি বিদ্যালয় রয়েছে ৪৩৫টি আর নতুন বছরে ৩লক্ষ ৪ হাজার ২২৭টি বইয়ের চাহিদার বিপরীতে বান্দরবানে বই এসেছে ১লক্ষ ৭৯হাজার ৩২৪টি আর অবশিষ্ট রয়েছে ১লক্ষ ২৪ হাজার ৯০৩টি আর সম্ভাব্য শিক্ষার্থী ৬৮ হাজার ৭৭৯ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে আরো জানা যায়, ২০২৫ সালের জন্য বান্দরবানের চাকমা, মারমা ও ত্রিপুরা ভায়ায় প্রাক প্রাথমিক শ্রেণীতে ৪০১৮টি, ১ম শ্রেণীতে ৬১৮০টি, ২য় শ্রেনীতে ৬৩৩৩টি ও ৩য় শ্রেণীতে ১৯৬৬টি বই বান্দরবানে এসেছে এবং তা বিতরণ করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে আরো জানা যায়, বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় চাহিদা বিপরীতে এবারে সব বই চলে এসেছে এবং তা বিতরণ করা হচ্ছে।
এদিকে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মো.ফরিদ উদ্দিন জানান, বান্দরবানে মাধ্যমিক পর্যায়ে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর ৯ লক্ষ ৪০ হাজার ৬৫৭টি বইয়ের চাহিদার বিপরীতে শুধুমাত্র ৬ষ্ট ও ৭ম শ্রেণীর বাংলা, ইরেজী ও গণিত বই বান্দরবান কার্যালয়ে এসেছে এবং তা শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter