Voice Chattogram

Voice Chattogram

বিএনপি’ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সকল জনগণের দল

রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি ভুবন তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, রাঙামাটি জেলার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা,
গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। বিএনপি দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সকল সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। গত জুলাই আগস্টে দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ভারতে পালিয়ে যায়। এই স্বৈরাচার সরকার পতনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিলম্ব না করে নির্বাচন আয়োজন করতে দাবি জানিয়েছে বক্তারা।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন