Voice Chattogram

Voice Chattogram

চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযানঃ ৩ দোকানে জরিমানা ৩১ হাজার

চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযানঃ ৩ টি দোকানে জরিমানা ৩১ হাজার টাকা

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সকাল ১১:৩০ টায় ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তিনটি দোকানে সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জমিমানা করা হয়।

ক্যাম্পাসের ২নং গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার এবং খাবারের মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন ৩ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জরিমানা করা হয়। দোকানগুলোর মধ্যে দ্বীপ স্টোর ৮০০০ টাকা, রহমানিয়া হোটেলকে ১৫০০০ টাকা এবং ঢাকা হোটেলকে ৮০০০ টাকা জমিমানা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, “ক্যাব’র অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি রাব্বি তৌহিদ বলেন, “ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সেই দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে।”

এ অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক আনিছুর রহমান, হাটহাজারী থানা পুলিশ। পাশাপাশি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্য/সদস্যাবৃন্দ।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন