Voice Chattogram

Voice Chattogram

দক্ষিণ ফটিকছড়ির শিক্ষানিকেতন এফ. আর. আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান বিজয় দিবস পালিত

“বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রুধিতে করি জীবন দান”
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রোজ সোমবার দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজারস্থ দক্ষিণ মাথায় অবস্থিত ঐতিহ্যবাহী এফ. আর. আইডিয়ার কিন্ডারগার্টেনে বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সকাল ৯ টা হতে স্কুল ক্যাম্পাসে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়।কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রথম পর্ব আলোচনা সভা শুরু হয়। এরপর ছাত্র ছাত্রীরা বক্তব্য, কবিতা, ছড়া, ইত্যাদি পরিবেশন করেন। এরপর বক্তব্য রাখেন কুমিল্লা লাকসাম থানার এস আ আই ও স্কুলের অভিভাবক এস আই মাসুদ। এরপর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের অদক্ষ আমজাদ, এরপর বক্তব্য রাখেন একই কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মাসুদুল ইসলাম মাসুদ। এরপর শুরু হয় ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর দ্বিতীয় পর্বে শুরু হয় পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান। স্কুলের পক্ষ হতে ছাত্র ছাত্রীদের রজনীগন্ধার স্টীক তুলে দেন কিন্ডারগার্টেনের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।এরপর বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষ হতে মানপত্র ও বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র ছাত্রীরা।পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় পাক্কালে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবকদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্য ও বিদায়ী বেদনা বেজে ওঠে। এই যেন “বিদায় দিতে মন নাহি চাই, তবুও যে বিদায় দিতেই হয়”।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন