রাঙ্গামাটির লংগদু যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীতে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন উপজেলা পরিষদ মাঠের পশ্চিম প্রান্তে স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এরপর উপজেলা প্রশাসন, লংগদু থানা, লংগদু উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারী দপ্তর, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেম জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি স্বেচ্ছাসেবী সংগঠন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৪ তম মহান বিজয় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলা উদ্বোধন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ওএতিমখানায় ও বিশেষ খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।