Voice Chattogram

Voice Chattogram

বিজয় দিবসে জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান সকল দলের

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট একই প্রেক্ষাপটের বহিঃপ্রকাশ।
বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাবের কারণে ১৯৭১ সালে বাঙ্গালীরা জীবন দিয়ে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। একইভাবে ২০২৪ সালে এসে বৈষম্য এবং স্বৈরাচারী নীতি নৈতিকতার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনসাধারণ তাদের জীবন দিয়ে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে।
২০২৪ সালের এই মহান বিজয় দিবসে চব্বিশের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণায় সকলকে উজ্জীবিত হতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে মহান বিজয় দিবসে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহ রিয়াজ বিশ্বাস।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজস্থলী সার্কেলের এএসপি মোঃ বেলায়েত হোসেন (বিপিএম), রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলি, রাজস্থলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
এতে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার, ছাত্র প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়েতের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার প্রদান করা হয়।

এদিকে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

উল্লেখ ভোর ৬.২৪ টায় ৩১টি তোপধ্বনির পর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৪ টায় রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন