Voice Chattogram

Voice Chattogram

পিনিক’ বুবলীর জন্য এই প্রথম

‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর কাজ করেছেন দুই ডজনের মতো সিনেমায়। হয়েছেন প্রশংসিতও। ৮ বছরের অভিনয় ক্যারিয়ারে তাকে পাওয়া গেছে নায়িকা চরিত্রে। তবে এবারই প্রথম বুবলীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। সিনেমার ‘পিনিক’। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল। আর আজ রবিবার সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই চিত্রনায়িকা।

সিনেমার প্রযোজক শিমুল খান বলেন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

এর আগে, গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় ‘পিনিক’র শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। দুজন জুটি হয়ে ইতিমধ্যেই কাজ করছেন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুই সিনেমার।

পরিচালক জাহিদ জুয়েল জানান, আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর সিনেমার গানের শুটিং হবে দেশের বাইরে। ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা। আগামী বছরের ঈদুল ফিতরে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন