Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা জামায়াতের আমির মো. আবদুল আলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ,  প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রাক্কালে ষড়যন্ত্রকারীরা দেশের সূর্যসন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে।  তারা বেঁচে থাকলে দেশ হয়তো আরও এগিয়ে যেত।

বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে  যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন