Voice Chattogram

Voice Chattogram

ফটিকছড়িতে ২৪ ঘন্টায় ২ স্কুল ছাত্রী নি’খোঁ’জ উদ্বিগ্ন অভিভাবকরা

উত্তর চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ফটিকছড়ি উপজেলায় একই দিনে ২ স্কুল ছাত্র নি’খোঁ’জ হয়েছে বল খবর পাওয়া যায়। নিখোঁজ দু’জনই অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী। বিকেল হতে এই নিখোঁজ খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেখা যায়। নিখোঁজদের মধ্যে একজন ফটিকছড়ি গার্লস স্কুলের শিক্ষার্থী৷ তার নাম সানজিদা ইসলাম। তার ভাই স্বজনরা জানান, ‘আমার বোন আজ সকাল ৯ টায় ফটিকছড়ি সদর উপজেলাস্থ গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোন ভাবে নি’খোঁ’জ হয়। তাকে অ’প’হ’রণ করা হয়েছে বলে তার ভাই দাবী করেন। তার বোনের কোনে তথ্য বা খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন। মেবাইল নম্বর 01814143403,
টিক একই দিনে অপর আরেকটি ঘটনা ঘটে উপজেলার হাইদচকিয়ায়।
সেইও পরিক্ষা দিতে গিয়ে নি’খোঁ’জ হয়। সেই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী৷ তার নাম নিহা বলে জানা যায়। তার খোঁজ বা তথ্য পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন 01819706903। এই বিষয়ে সচেতন অভিভাবকরা একটু চিন্তিত বলে জানান। এই রকমের ঘটনার নজীর খুব কম। হঠাৎ এটি হওয়ায় সবাই একটু চিন্তিত। সচেতন মহল মনে করেন অভিভাবকরা আরো সচেতন হওয়া জরুরী বলে মনে করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন