
গাজীপুরের কালিয়াকৈরে ভক্তের মিলন ঘরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ, কিয়াম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার লতিফপুর এলাকায় ভক্তের মিলন ঘরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভক্তের মিলন ঘরের সভাপতি ও বৈরাবরী দরবারের গদিনশীন পীর আব্দুল আলিম অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভক্তের মিলন ঘরের সাধারণ সম্পাদক শেখ মালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন ও মাসুম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শাহাদাত হোসেন খান প্রমুখ

এছাড়াও ভক্তের মিলন ঘরের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।