Voice Chattogram

Voice Chattogram

সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে আহত-১০, গুরুতর আহত-৪ জন

পর্যটন রানী সাজেক পর্যটন থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে চট্টগ্রাম-খ-১৭৪৯নং চাঁদের গাড়ি সাজেকের হাউস পাড়া এলাকায় এলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে ৩০ফুট খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই কমবেশী আহত হয়েছে। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল এবং ব্যাটালিয়ন আনসারের সদস্য আবু বকর অবস্থা গুরুতর। প্রাথমিক ভাবে বাকিদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। তিনি জানান, আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন