Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটিতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, এর কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলার আওতাধীন শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মাইজভা-ারী গাউসিয়া হক বাংলাদেশ বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এই সাংগঠনিক সংলাপ চলে। উক্ত সংলাপে রাঙ্গামাটি সদর, স্বর্ণটিলা, বরকল, কাউখালীর বেতবুনিয়া, লংগদুর মাইনীমুখ মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। এতে কেন্দ্রীয় পর্ষদ সাংগঠনিক প্রতিনিধি শাখা কমিটি সমূহের বিগত এক বছরের কর্মকা-ের সামগ্রিক খোঁজ-খবর নেন এবং ভবিষ্যৎ কর্মকা-ের নির্দেশনা প্রদান করেন।
সাংগঠনিক সংলাপে এর আগে তাজ মোহাম্মদ মিয়া মেম্বার এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাইজভান্ডারী, মঞ্জরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য এম মকসুদুর রহমান, কেন্দ্রীয় পর্ষদ সদস্য গোলাম কাদের আযম, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি রাঙ্গামাটির সদর উপজেলা সভাপতি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ।
রাঙ্গামাটি সদর উপজেলার সমন্বয়কারী মো শরিফুল আলম আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বর্ণটিলা মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির সভাপতি মনির হোসেনসহ মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির লিটন সরকার সৈয়দ আবু আহমেদ, হারুন চৌধুরী, বখতেয়ার উদ্দিন। আলোচনা সভায় সমন্বয়কারী এবং শাখা কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাইজভান্ডারী, মঞ্জরুল ইসলাম চৌধুরী বলেন, মাইজভান্ডারী তরিকা মেনে সকলকে চলতে হবে। আর মাইজভান্ডারীর আদর্শ বুকে ধারণ করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন মতাদর্শের মানুষের বসবাস। তাই পার্বত্য চট্টগ্রামে যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় সে লক্ষে সকলকে কাজ করতে হবে। সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। সকলে যাতে শান্তি বসবাস করতে পারে সেজন্য সামাজিক সোহার্দ্য বাড়াতে হবে। তিনি সাম্যের মাধ্যমে মাইজভান্ডারীর তড়িকামতে চলার উপর গুরুত্বারোপ করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন