Voice Chattogram

Voice Chattogram

লংগদুতে ৩৭ বিজিবি’ মেডিক্যাল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্য অঞ্চলে শান্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে রাজনগর জোনের আওতায়ধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান এব্য চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৩৭ বিজিবি রাজনগর জোন সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।

২ ডিসেম্বর (সোমবার ) পার্বত্য রাঙ্গামাটির লংগদু উপজেলার বর্ডারগার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি) রাজনগর জোন অধিভুক্ত এলাকায় নানাবিধ শান্তকরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

রাজনগর জোন পরিচালিত সীমান্ত প্রহরী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজনগর জোনের আওতাভূক্ত এলাকার ০৮টি অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকদের মাসিক সম্মানী হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও রাজনগর জোনের মেডিক্যাল অফিসার মেজর সাদমান রহমান, এএমসি কর্তৃক স্থানীয় গরীব ও অসহায় ২০০ জন পাহাড়ী/ বাঙ্গালীদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হাসান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে রাজনগর জোন নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। ​এসব সামাজিক কর্মকান্ড পরিচালনার ফলে স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী নাগরিকদের জীবন যাত্রার মানকে স্বাভাবিক করতে সহায়তা করেছে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন