
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার সময় কলেজের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ।
আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রীবৃন্দ ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহিত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তারেক রহমানের দিকনির্দেশনায় বলেন, ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আবারো স্বাধীনতা পেলাম। বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে নতুন দেশ গড়ার প্রত্যয়ে।
তিনি আরো বলেন, এই এলাকার সর্বস্তরের জনগণকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপিকে সঙ্গে নিয়ে কলেজের উন্নয়নমূলক কাজ করে যাবেন এবং
ছাত্র আন্দোলনে শেখ হাসিনাসহ হত্যা-নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি।
পরিশেষে তিনি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
