Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈল প্রেসক্লাবের আহব্বায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে ও সম্পাদক বিপ্লবের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনার মাধ্যমে গত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী নির্বাচন পর্যন্ত আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে,এতে  স্থানীয় দৈনিক খবর একদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব ( আহব্বায়ক) দৈনিক আজকের প্রতিভার প্রতিনিধি  এ কে আজাদ কে (যুগ্ম আহব্বায়ক) ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন কে সদস্য করে
প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে  তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক(দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি(উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার(মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত)  খুরশিদ আলম (আজকের পত্রিকার) আহম্মেদ ইসমাম (ঢাকাটাইসম)আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম(বাংলাদেশ বুলেটিন)।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter