Voice Chattogram

Voice Chattogram

চকবাজারে কমার্স একাডেমিতে ছাত্রলীগের গোপন বৈঠক

চট্টগ্রামের চকবাজার থানার ২০ গজ দূরে আলি প্লাজার চতুর্থ তলায় কমার্স একাডেমি ও আর্টস একাডেমি নামের কোচিং সেন্টারে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কোচিংয়ের আড়ালে ছাত্রলীগের গোপন বৈঠকের খবর পাওয়া গেছে।

ওমর গণি এমইএস কলেজের ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন নয়ন অতি গোপনীয় এ বৈঠকের নেতৃত্ব দেন। বিগত আওয়ামী সরকারের আমলে প্রতিষ্ঠিত এ কোচিং সেন্টারের চকবাজার ও জিইসি শাখায় নয়নের মালিকানাও রয়েছে। এ কোচিং সেন্টারের পরিচালক হলেন জাহেদুল ইসলাম জাহেদ, শেখ শাহাদাত বিন আলি মুনির। নয়ন, জাহেদ ও মুনিরের দাপটে বিগত সরকারের সময় চকবাজারের অন্যান্য কোচিং সেন্টারগুলো ছিল ভীত সন্ত্রস্ত। বিভিন্ন দিবস পালন ও রাজনৈতিক কর্মসূচির নামে চাঁদাবাজি ছিল তাদের নিত্যদিনের কাজ। চাঁদা দিতে অপারগ হওয়ায় মেডিকেল ভর্তি কোচিং ‘মেডিকো’ চকবাজার ছাড়তে বাধ্য হয়। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের অঘোষিত কার্যালয় ছিল এ কোচিং সেন্টারটি।

নগর ছাত্রলীগ নেতাদের আশীর্বাদপুষ্ট হতে একাডেমিক ক্লাস শেষে মদের আসর বসানো, টেস্টপেপার সল্যুশন ও এক্সট্রা ক্লাসের কথা বলে ছাত্রীদের ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা সহ এহেন কোনো কাজ নেই যা মুনির-নয়নরা করেনি।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বেশকিছু দিন এরা কোচিং-এ যাতায়াত করা বন্ধ রাখে এমনকি ফেসবুক আইডিও তাদের বন্ধ রয়েছে। সম্প্রতি শেখ হাসিনার দেশে আসা ও নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ পাওয়ার পর থেকে তারা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে এবং বিভিন্ন জায়গায় তারা বৈঠক করে। উল্লিখিত কোচিং সেন্টারেও সপ্তাহের ব্যবধানে দু’বার বৈঠক করেছে। বৈঠকে জাহেদ, মুনির, নয়ন, জীবন সহ চকবাজার ও বাকলিয়া এলাকার ছাত্রলীগের দ্বিতীয় ও তৃতীয় সারির বেশকিছু নেতাকর্মী অংশ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলী প্লাজার এক দোকানদার মার্কেটের মধ্যে ছাত্রবেশে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে বলে দাবি করেন।
কোচিং সেন্টারের পরিচালক শেখ শাহাদাত বিন আলি মুনিরের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবির কোচিং সেন্টারসহ চকবাজারের শৃঙ্খলা রক্ষায় যা যা করা দরকার সবই করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামিলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন