Voice Chattogram

Voice Chattogram

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় রবিবার ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার শুভ অধিবাস। পরদিন সকাল ৬ টা ৩০ হতে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। 

সেখানে দিনব্যাপী নিয়ম অনুযায়ী সকালে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়, এরপর পর্যায়ক্রমে অষ্টমী, নবমী ও রাতে দশমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। 

এর আগে পুষ্পাঞ্জলি শেষে দুপুরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।

এদিকে পূজার আয়োজক কমিটির সভাপতি বাসুদেব ব্যানার্জি বলেন, দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটার রেশ কাটতে না কাটতে চলে আসে জগদ্ধাত্রী পুজো। মা কালীর বিসর্জনের পরই হৈমন্তিকার জগদ্ধাত্রী আরাধনায় মেতে ওঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। 

দেবী জগদ্ধাত্রী চতুর্ভূজা, তাঁর হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক, বাণ, তাঁর বাহন সিংহ। তিনি করীন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরকে দমন করেন। তাই সিংহের নিচে থাকে হাতির রূপ। শাস্ত্র মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর পুজো হয়। অগ্নি, পবন, বরুণ, চন্দ্র এই চার দেবতার দর্প চূর্ণ করতেই দেবীর আবির্ভাব বলে কথিত রয়েছে।

রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গনে সিঁদুর খেলা শেষে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে সোমবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন