Voice Chattogram

Voice Chattogram

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা পরিষদের ১০ম অর্ন্তর্তীকালীন পরিষদ এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ নবগঠিত পরিষদের সদস্য বৃন্দ। এ সময় উপস্থিত হয়ে নব গঠিত ১০ম অর্ন্তর্তীকালীন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা যোগদান পত্রে স্বাক্ষর করেন ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।
অন্তবর্তীকালীন পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও অপর ১৪ জন কে সদস্য সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অর্ন্তর্বতীকালীন পরিষদ গঠন করা হয় । নব নিযুক্ত সদস্যরা হলেন হলেন বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রুচৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম, প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুলআলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা।এদিকে নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে জিরুনা ত্রিপুরাই একমাত্র নারী চেয়ারম্যান।
১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরিষদের ইতিহাসে এটিই ছিল শেষ নির্বাচন। আর এই দীর্ঘ বছর ধরে অর্ন্ততীকালীন পরিষদ গঠন করে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পরিষদে সরকারি ৩৩টি বিভাগ ন্যাস্ত।এ সব বিভাগের উন্নয়ন ও তদারকী করে থাকে স্বশাষিত এ পার্বত্য জেলা পরিষদ।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন