Voice Chattogram

Voice Chattogram

বান্দরবানে সাঙ্গু বিলাস ছাত্রাবাসের উদ্বোধনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান

বান্দরবানে ৪০ শয্যা বিশিষ্ট সাঙ্গু বিলাস ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি,পিএসসি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর মুসাফির পার্ক প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে সাঙ্গু বিলাস ছাত্রাবাসের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির আব্দুস সামাদ আজাদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান জানান, ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে আজ যে ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। কারণ পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দুর্ভোগের শিকার হতে হয়। তাই দূর দূরান্তের সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর ছাত্র-ছাত্রীদের উন্নয়নে এই ছাত্রাবাসকে সামনে এগিয়ে নিয়ে যেতে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে সকল রকম সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। পরিশেষে সম্পূর্ণ ছাত্রাবাস পরিদর্শন শেষে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন