ভোলা জেলার লালমোহন বাজারে ভ্রাম্যমান আদালতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় দুটি দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, মুল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন আদালত।
মঙ্গলবার ৫ নভেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। মূল্য তালিকা না টাঙ্গানো সহ বিভিন্ন অপরাধে লালমোহন মাছ তরকারি বাজারের ব্যাবসায়ীদের সতর্ক করেন।এসময় ২ গোস্ত ব্যাবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও তৌহিদুল ইসলাম।