Voice Chattogram

Voice Chattogram

জাতীয় যুব দিবস উপলক্ষে লংগদুতে র‍্যালি, সনদ ও চেক বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির দূর্গম লংগদুতে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।

১ নভেম্বর (শুক্রবার) পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে উপজেলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালিত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ ইমরান মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্বাছ উদ্দিন মিঝি। আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।
এসময়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এ সামনে এগিয়ে আসতে হবে। এজন্য দরকার প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি ঋণের চেক নিয়ে বসে না থেকে কাজ করতে পরামর্শ দেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন