Voice Chattogram

Voice Chattogram

ভোলার লালমোহনে চলছে এইচপিভি টিকাদান কমিউনিটি ক্যাম্পেইন

ভোলা জেলার লালমোহনে উপজেলায় এইচপিভি টিকাদান কমিউনিটি ক্যাম্পেইন চলছে।
ইসলামিক ফাউণ্ডেশন লালমোহন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মসজিদভিত্তিক শিশুশিক্ষা কেন্দ্রে শিক্ষার্থী, অবিভাবক, মসজিদের ইমামদের নিয়ে প্রচারণা ক্যাম্পেইন অব্যাহত রয়েছে। উক্ত প্রচারণায় মনিটরিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক আরিফুল ইসলাম , মুফতি রিয়াজ উদ্দীন কাশেমী ও লালমোহন ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল-মামুন প্রমুখ । ক্যাম্পেইনে জানানো হয় যে, উক্ত কর্মসূচি ২৪শে অক্টোবর ২০২৪ থেকে শুরু হয়ে পরবর্তী ১৮ দিন ৫ম-৯ম শ্রেণির ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। সভায় বক্তারা জানান , এইচপিভি টিকা বিশ্বব্যাপি পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর সহ বিভিন্ন উপকারি । ক্যাম্পেইনে বক্তারা ৫ম – ৯ম শ্রেণির সকল শিক্ষার্থী এবং ১০-১৪ বয়সের সকল মেয়েদের রেজিষ্ট্রেশন করে টীকা নেওয়ার জন্য আহবান করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন