Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈলে ভোক্তা অধিকার আইন অবহিত করণ বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা প্রসাশনের আয়োজনে ২৮ অক্টোবর সোমবার সকাল ১১টায় সেমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন আব্দুস সামাদ চৌধুরী উপজেলা পঃপঃ কর্মকর্তা, বিএনপি’ র পৌর সভাপতি অধ্যাপক সাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতে সম্পাদক
রজব আলী, শিবদিঘি বাজার কিটির সভাপতি আনিসুর রহমান বাকী,সম্পাদক বকুল মজুমদার, বনিক সমিতির সভাপতি মোখলেসুর রহমান, সম্পাদক ইসতেকার, প্রেসক্লাব
সভাপতি মোবারক আলী সহ প্রতিটি হোটেল, মোদি দোকান,
কনফেকশনারি দোকান মালিকদের নিয়ে সেমিনারে মতবিনিময় করা হয়।

নির্বাহী কর্মকর্তা এক বক্তব্যে বলেন, খাবারে ভেজাল না করার জন্য তিনি সতর্ক করেন
এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন