Voice Chattogram

Voice Chattogram

নোয়াখালীতে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান বক্তা মামুনুল হক

শনিবার ২৬ অক্টেবর দুপুর বারোটায় নোয়াখালী চৌমুহনী রেলওয়ে ময়দানে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
সভাপতিত্ব করেন উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন। পরিচালনা করেন শায়েখ ইউসুফ আল মাদানী।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী সভাপতি আব্দুর রহমান জিহাদী। এ সময় প্রধান বক্তা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতা যেন মামলায় সঠিক বিচার পায় সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দীর্ঘায়িত করলে এ জাতির কাছে জবাব দিতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter