Voice Chattogram

Voice Chattogram

ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ফরম ফি নামে চলছে গলাকাটা ব্যাবসা

ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড নলিনি দাস হাসপাতালের বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধিনে অনুষ্ঠিত ডি এইচ এম এস এর বোর্ড পরিক্ষার ফি বোর্ড কতৃক ৩৩০০/ টাকা নির্ধারণ করা হলেও উক্ত ফর্ম ১২০০০/১৪০০০/ টাকা নেয়া হচ্ছে বলে শিক্ষার্থীরা জানান।

তারা আরো জানান গত ১৯/১০/২০২৪ তারিখে ফরম ফিলাফের শেষ তারিখে তিনজন শিক্ষার্থী ৫৫০০/টাকা করে দেয়ার পর তাদেরকে ফরম পুরন করতে দেয়া হয়। এর কিছুক্ষণ পর শামীমা নামে একজন ম্যাডাম কে’বা কাহারো আদেশে পুরন কৃত ফরম তাদের হাত থেকে ফেরত নিয়ে যায়। তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীরা অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিনকে জানালেও কোনো কাজ হয়নি।

তিনি বলেন ফরম ফিলাফের দায়ীত্ব স্যারদেরকে কমিটি করে দিয়েছি, এ’ব্যাপারে আমার কিছু করার নাই। বাধ্য হয়ে দ্বিতীয় সেমিস্টারের সেই তিনজন শিক্ষার্থী ফরম ফিলাফ না করেই ফেরত যান। তাহারা অসহায়ত্ব স্বীকার করে বলেন গত বছর আমাদের ফরম ফিলাফ ফি ধার্য করা হয়েছে ৭০০০/টাকা করে আমরা এক টাকাও কম দেইনি,কিন্তু এবছর অর্থনৈতিক অবস্থা খারাপের কারনে আমরা কলেজের নির্ধারিত টাকা পরিশোধ করতে পারিনি,তাই আজকে আমাদেরকে এই ভাবে অপমান করা হয়েছে। এবং আমাদের কাছ থেকে পুরন কৃত ফরম ফেরত নিয়ে আমাদেরকে মানহানী করা হয়েছে। শিক্ষার্থীরা এই ব্যাপারে জেলা প্রশাসক ও আইনের নিকট বিচার প্রার্থনা করছেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন