
গতকাল সোমবার, ২১ অক্টোবর, চট্টগ্রাম মহানগরী চকবাজার থানাধীন চকবাজার এলাকা থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৪৭)। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচারক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম গণমাধ্যমকে বলেন, গতকাল চকবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে থেকে নাজিম উদ্দীন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কোমরের পেছন থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এই অস্ত্র ও গুলি বিক্রির জন্য সংগ্রহ করেছে বলে জানায়। তাকে চকবাজার নগরীর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি পড়েছেনঃ ১৬০