Voice Chattogram

Voice Chattogram

সাংস্কৃতিক কর্মীদের সাংগঠনিক সভায় অসাম্প্রদায়িক সমাজ গড়ার ডাক

“সাংস্কৃতিক চর্চা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ জেলা গ্রামীণ শিল্পী সংস্থা ও বারসিক এর যৌথ আয়োজনে আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত
সাংস্কৃতিক কর্মীদের সাথে বহুত্ববাদী সমাজ বিনির্মানে করনীয় বিষয়ক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামীণ শিল্পী সংস্থার জেলা সভাপতি বাউল আক্কাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় ও ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে গানে গানে কথামালা হয়।

গানের কলিতে কথা বলেন গ্রামীণ শিল্পী সংস্থার গুণী শিল্পী মো. তসলিম উদ্দিন,কবিয়াল বৈদ্যনাথ সরকার, দেওয়ান পিপল আক্তার, বায়স্কোপ আতোয়ার রহমান, মো.আনোয়ার হোসেন,মো. আবুল হোসেন, দেওয়ান বাদল প্রমুখ।
বক্তারা বলেন নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আমরা সামাজিক মালিকানার ন্যয্যতার সমাজ বিনির্মান করা সম্ভব। তাঁর জন্য আমাদের সকল শিল্পীদের ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জোরদার করতে হবে তবেই অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানের পথ সুগম হবে।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter