Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

রবিবার ২০অক্টোবর বিকেলে কৃষি অফিস প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের আটটি গ্রুপের মাঝে কৃষি কাজে ব্যবহারের জন্য  প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ’র আলাউদ্দিন শেখ, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম,বিএনপি সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

এসময় ইউনিয়নের কৃষক সমিতির কাছ থেকে কিছু জামানত নিয়ে এল.এল পি(শ্যালো),মেইজ শেলার(ভূট্রা মারাই মেশিন), ফুট পাম্প, স্প্রেয়ার এবং ফিতা পাইপ 
গ্রুপের সভাপতি -সম্পাদক এর হাতে তুলে দেওয়া হয়। 

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন