Voice Chattogram

Voice Chattogram

চসিক নগর পিতা হচ্ছেন ডাঃ শাহাদাত হোসেন

সবুজে ঘেরা পাহাড়, কর্ণফুলী নদী আর বিশাল বঙ্গোপসাগরে পাড়ে অবস্থিত বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ও পর্যটন নগরী চট্টগ্রামের চসিক এর মেয়র পদে শপথ নিতে যাচ্ছেন ডা. শাহাদাত হোসেন।

বহু বাঁধা বিপত্তি ডিঙিয়ে আইনী লড়াইয়ের পর মহামান্য আদালতের রায়ে আগামী রবিবার অথবা সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ সংক্রান্ত গত ১৯ আগস্ট যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপন থেকে ‘চট্টগ্রাম’ বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের ফলে মেয়র হিসেবে শপথ নিতে ডা. শাহাদাত হোসেনের আর কোনো আইনি বাধা রইলো না।

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগোলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন