Voice Chattogram

Voice Chattogram

রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১.৩০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরাফাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফজলুল করিম, পল্লি সঞ্চয় কর্মকর্তা রকন দেব, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস হচ্ছে বিশ্ব হাতধোয়া দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও হাত ধোয়া দিবসটি পালিত হয়ে থাকে। মূলত জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে জনসচেতনতা তৈরী করার উদ্দেশ্যেই এই দিবসটি পালিত হয়ে থাকে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন