Voice Chattogram

Voice Chattogram

রাণীশংকৈল কুলিক নদীতে মিললো বৃদ্ধার লাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাষমাণ অবস্থায় রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা জানাযা,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর বগুড়াপাড়া এলাকায় কুলিক নদীতে ভাসমাণ অবস্থায় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

এ প্রসঙ্গে থানার এস আই সেকেন্দার আলী জানায়,নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায় তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবে ঘোড়াঘুড়ি করছিলেন। রফিকুল ইসলাম আরো জানায়,তার মা সন্ধায় বাড়িতে না ফেরাই তাকে আমরা অনেক জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাইনি।পরে আজ সকালে নদীতে মৃত অবস্থায় ভাষমাণ দেখতে পাই।

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন