Voice Chattogram

Voice Chattogram

লোহাগাড়ায় চাঁদা না-পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান লুট

৫ অক্টোবর শনিবার চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জোনাবি পাড়া কাজি পুকুর পাড়ে অবস্থিত, মের্সাস এনকে মোটর্স এন্ড শাহ পীর ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায় গত ৫ অক্টোবর প্রতিষ্ঠানের মালিক নুরুল কবির সওদাগরকে 01813-415298
01855-678512
01817-898558
মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন জনৈক নাজিম নামক এক ব্যক্তি।

তিনি দুপুর ১২ টার মধ্যে 01615-330311 বিকাশ নাম্বারে ১ লক্ষ টাকা না দিলে ব্যবসা করতে দিবেনা ও গাড়ি এবং দোকানের সমস্ত মালামাল নিয়ে যাবার হুমকি দেয়।

ব্যবসায়ী নুরুল কবির তার পরিচয় জানতে চাইলে নিজেকে বিএনপি নেতা পরিচয় দেন নাজিম।
নুরুল কবির সওদাগর টাকা দিতে অপারগতা প্রকাশ করায়, ঠিক ১ ঘন্টার মাথায় স্ব দলে বলে দোকানে এসে হামলা করে নাজিমের নেতৃত্বে ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনী, তারা প্রকাশ্য দিবালোকে পার্টসের দোকান ও গ্যারেজে থাকা সিএনজি গাড়িসহ গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কাগজপত্রসহ নগদ ৬ লক্ষ ২৩ হাজার টাকা, ও মোটর পার্টস, গাড়ির বিভিন্ন যন্ত্রণাংশ মুহূর্তের মধ্যে লুটপাট করে নিয়ে যায়।

লুটপাট কারীদের মধ্যে জনৈক সজল মিস্ত্রি ১৯ মডেলের ইঞ্জিন নাম্বার 19368, চেসিস নাম্বার 88849, একটি সিএনজি গাড়ি, ও মো: সেলিম ওরপে সেলিম বৈদ্য ২০ মডেলের একটি সিএনজি গাড়ি ইঞ্জিন নাম্বার 89352 চেসিস নাম্বার 17877 নিয়ে যায়, স্হানীয় আলাউদ্দিন নামের একজন দোকানে রক্ষিত সিএনজি গাড়ির বিভিন্ন যন্ত্রণাংশ নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর বরাতে যানা যায়

পরবর্তীতে থানায় ফোন করে লুটপাটকারী দল, দোকানের ম্যানেজার তামজিদকে চোরাই গাড়ির ব্যবসায়ী বলে পুলিশে সোপর্দ করেন। লোহাগাড়া থানা তামজিদকে একটি গাড়িসহ চোরাই মামলা দিয়ে চালান করে দেয় যার ইঞ্জিন নাম্বার 44314 চেসিস নাম্বার 33277,
এবিষয়ে প্রতিষ্ঠান ও গাড়ির মালিক নুরুল কবির সওদাগর বলেন আমি দীর্ঘ ২২ বছর সুনামের সহিত এলাকায় ব্যবসা করে আসতেছি, সন্ত্রাসীরা চাঁদা না-পাওয়ায় আমার প্রতিষ্ঠান লুটপাট করেছে। আমার সব গাড়ির বৈধভাবে ক্রয়ের কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমানাদী আছে আমি এবিষয়ে আইনি ব্যাবস্হা নিবো, আমি এলাকাবাসী, প্রশাসন ও সরকারের কাছে ন্যায় বিচার দাবি করছি।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন