Voice Chattogram

Voice Chattogram

ছাত্রলীগ নিষিদ্ধসহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি

সদ্য ক্ষমতাচ্যুত সরকারের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ. লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন, সদ্য প্রবাস থেকে দেশে ফিরে আসা ও কারামুক্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর ) সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারাদেশে যত শিক্ষার্থীকে হত্যা হয়েছে, সব করেছে পুলিশ ও ছাত্রলীগের বাহিনী।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

উল্লেখ্য গত ৫ আগষ্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরপরই সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, ও আ.লীগ, যুবলীগ,ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা দেশ ছাড়েন, যাদের অধিকাংশই এখন অবস্থান করছেন ভারতে, সেখান থেকে কেউ কেউ আবার পাড়ি দিয়েছেন দুবাই, সিঙ্গাপুর, মালেশিয়া, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে।
এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাঁকে বাঁকে রয়েছে এই প্রাচীন ছাত্র সংগঠনের উপস্থিতি। একে নিষিদ্ধ করা যদিও কঠিন কাজ, তবে তাদের পরিবর্তনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।

এদিকে চট্টগ্রাম কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের ছাত্রদের সাথে ভয়েস চট্টগ্রাম প্রতিনিধি কথা বললে তারা জানায় ছাত্রলীগকে দ্রুত নিষিদ্ধ করা হওক সেটা আমরাও চাই, কিন্তু এখনতো ছাত্রলীগের স্হানে অন্যদল গুলো ক্যাম্পাসে কতৃত্ব প্রতিষ্ঠা করতে আগের মতোই সাধারন ছাত্রদের ওপর জোরজুলুম নিপিড়ন শুরু করছে। যদিও আমাদের ক্যাম্পাসে এখন সবধরনের রাজনীতি নিষিদ্ধ কিন্তু একটা সংগঠন তার মাঝেও তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেটা বৈসম্যের সবচেয়ে বড় একটা উদাহরণ যা কখনও কাম্য নয়।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন