সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি:
সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
Voice Chattogram
Voice Chattogram Live
Voice Chattogram Hill
Voice Chattogram World
Voice Chattogram Sports
Voice Chattogram Entertainment
মাল্টিমিডিয়া এন্ড অনলাইন সংস্করণ ইতিমধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ।
(নিরপেক্ষ সংবাদ সংগ্রহ ও প্রচারে আমরা আছি সবার পাশে ২৪ ঘন্টা) শ্লোগানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে একদল প্রবীণ ও তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক পেশাদার সংবাদকর্মীরা।
এই অগ্রযাত্রা আরও বেগবান করতে ধারাবাহিকতায় ‘ভয়েস চট্টগ্রাম নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে দেশব্যাপি জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।
আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে-
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
* সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
* ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject-এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
* আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
* পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
* নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
* প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী ও প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৪০% প্রদান করা হবে।
* নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
* অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
* নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
* চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড ও যোগদানপত্র প্রদান করা হবে।
* প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড বা বিজয় ফরমেটে পাঠাতে হবে।
E-mail:voicectgnews@gmail.com
Hotline:
01618-979222
01619-979222