Voice Chattogram

Voice Chattogram

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার-৪

পার্বত্য রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় অনিক কুমার চাকমা হত্যা ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে মো. রুবেল (২৩) এবং মো. আবরার (১৭) কে অনিক কুমার চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজন রাকিব (২৭) ও আরিফুল (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা-পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে নিহত অনিক কুমার চাকমা হত্যার আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশ রাঙ্গামাটিতে নিয়ে আসে। হত্যা মামলার অপর আসামি মো. আবরার (১৭)কে শনিবার (৫ অক্টোবর) বিকেলের দিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শনিবার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের দোয়েল চত্বর এলাকা থেকে রাকিবকে ও রিজার্ভ বাজার এলাকা থেকে আরিফুল (১৭) গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে দুজনকে শনিবার সন্ধ্যায় জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের দুজনকে পুলিশের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, জেল হাজতে পাঠানো আসামি মো. রুবেল (২৩) রাঙ্গামাটি জেলা শহরের চম্পকনগর এলাকার বাসিন্দা। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে আদালতে তোলা হলে রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, শুক্রবার ভোরে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে আসামি রুবেল গ্রেপ্তার করা হয়। পরে আবরার ও আরিফুল নামে অন্য দুইজনকে রাঙ্গামাটি শহর থেকে আটক করা হয়। বাকীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাঙ্গামাটি শহরের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশ মুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। অনিক কুমার চাকমা রাঙ্গামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের নোয়াদম পাড়ার আদর সেন চাকমার ছোট ছেলে এবং কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পিটিয়ে হত্যার ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন অনিকের বাবা আদর সেন চাকমা। এ ছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুই হাজারের জনের বেশি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন