Voice Chattogram

Voice Chattogram

দেবীরচর মডেল একাডেমির ৩য় সেমিষ্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে শিক্ষার আলো ছড়াচ্ছে দেবীর চর বাজারে অবস্থিত “দেবীরচর মডেল একাডেমি”। এলাকার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়।

প্রতিষ্ঠানটির তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো: ফরিদ উদ্দিন ও নিপা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মো: এমদাদুল ইসলাম ফোরকান। প্রধান অতিথি ছিলেন মো: মোস্তফা কামাল হাওলাদার ;পরিচালক, দেবীর চর মডেল একাডেমি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকার নিউজ২৪ ডটকমের লালমোহন উপজেলা প্রতিনিধি প্রভাষক মো: মাহে আলম আখন ; প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী , দেবীরচর মডেল একাডেমি । আরো উপস্থিত ছিলেন মো : আবির হাসান মামুন, প্রধান শিক্ষক ( মাধ্যমিক স্তর) , মো. নজরুল ইসলাম , প্রধান শিক্ষক (প্রাথমিক স্তর) ; মো: মাইনুদ্দিন, মো: আমান উল্যাহ, মো: আবুল হোসেন, মো: নয়ন, হাফিজা খোকন, মোর্শেদা বেগম, রনিয়া বেগম, শারমিন বেগম, এলমা বেগম, সিনথিয়া বেগম প্রমুখ ।

৭ম শ্রেণীর শিক্ষার্থী মো : আমির হোসেনের কোরাআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। হামদ, নাত, কবিতা, আবৃত্তি, বক্তৃতা, সংবাদ উপস্থাপন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত মেহমানগণ অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন। শিক্ষকগণ শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে বক্তব্য প্রদান করেন । প্রধান শিক্ষক মো: আবির হাসান মামুনের অনুমতিতে মো: মাহে আলম আখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন । সমন্বিত মেধা তালিকায় ( ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর)সর্বোচ্চ গড় নম্বরের মাধ্যমে মেধাবী ও পুরস্কার বিজয়ীগণ হলেন
১. নুহামনি ৭ম, গড় নম্বর ৯৫% । ২. মো: সিয়াম, ৬ষ্ঠ গড় নম্বর ৯৪% । ৩. সুরাইয়া ৬ষ্ঠ, গড় নম্বর ৯৩% । সমন্বিত মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত মেহমান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আনন্দঘণ এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন- ১০ম শ্রেণীর শিক্ষার্থী মো: মেহেদি হাসান, আহমেদ সাগর, সাইফুল ইসলাম, ইশরাতুল ইসলাম, তাওফিক প্রমুখ । সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন- শিক্ষার মানোন্নয়নে দেবিরচর মডেল একাডেমি বদ্ধপরিকর । আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
অভিভাবকগণ বলেন- আমরা প্রতিষ্ঠানের পাঠদানে সন্তুষ্ট। আমরা প্রতিষ্ঠানটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

Facebook
WhatsApp
Email
Telegram
LinkedIn
Twitter