Voice Chattogram

Voice Chattogram

মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর বাগমারায় স্থানীয় মুসল্লীদের উদ্যোগে ভারতের ধর্মগুরু ও বিজেপি নেতা নিতেশ রানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটূক্তি করায় তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বিশ্বনবীর অপমানের এবং ফিলিস্থিনি ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদ করা হয়।

বৃহস্পতিবার (৩অক্টোবর) বাদ আসর উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা মসজিদ প্রাঙ্গণ হতে আলেম ওলামা পরিষদ ও বাগমারা উপজেলার সর্বস্তরের তাওহদি জনগণের এক ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মুসল্লীরা নারেহ তাকবীর, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ; রাসুলের অপমান, সইবে না মুসলমান’; রাসুলের ইজ্জত, রক্ষা করবো; ইসরাইলের কবর খুড়ো, ফিলিস্তিন মুক্ত করো, ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা সাবধান হুঁসিয়ার ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও: হাফিজুর রহমান, উপজেলা মসজিদের ইমাম মাও: আব্দুস সোবহান, মাও: আরিফুল ইসলাম, মুফতি হাসান আল মামুন, ক্বারী মোকলেছুর রহমান মুকুলসহ স্থানীয় মুসল্লী ও ছাত্র-জনতা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের ধর্মগুরু ও বিজেপি নেতা নিতেশ রানে হিন্দু পুরোহিত মহানবী (সা.) নিয়ে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে। আমরা মুসলিমরা বেঁচে থাকতে এই অপমান সহ্য করা হবে না। ভারতে মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করে নির্যাতিত করেছে। ভারতের বিজেপি দলের ছত্রছায়ায় পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কটূক্তি ও অপমানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসল্লীরা সেই পুরোহিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

তারা আরো বলেন, বিশ্বের প্রতিটা জাতির অভিভাবক থাকলেও আজ মুসলিমদের কোনো অভিভাবক নেই। আজ কোনো সেনাবাহিনীর মার্চ ছাড়া ফিলিস্তিন, লেবানন, সিরিয়া বা কাশ্মীরকে মুক্ত করা সম্ভব না। একজন ইসলামের সিপাহী দরকার যিনি বিশ্বের মুসলিমদের একত্র করে সব জুলুম থেকে মুসলমানদের রক্ষা করবেন।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন