Voice Chattogram

Voice Chattogram

ফটিকছড়িতে শাহাজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে -২৪’র ফাইনাল খেলায় জেলা পরিষদ প্রশাসক

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্যতম ক্রীড়া জগৎ ও ক্রীড়া বান্ধব এলাকা খ্যাত, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গত শুক্রবার বিকেলে শেষ হয় উত্তর চট্টলার এক কালের কৃতি ফুটবলার মরহুম শাহজাহানের নামে নাম করন করে দেওয়া “মরহুম শাহাজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২৪ ” এর জমজমাট ফাইনাল খেলা।

উক্ত টুর্নামেন্টটি আয়োজন করেন ধর্মপুর এফ সি। খেলায় অংশ গ্রহণ করেন, ভুজপুর ফুটবল একাদশ, নানুপুর ফুটবল একাদশ, বখতপুর ফুটবল একাদশ, ধর্মপুর ফুটবল একাদশ, ফরহাদাবাদ ফুটবল একাদশ সহ আরো বিভিন্ন দল। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে এই খেলা ১৫ দিন ব্যাপী ফুটবল ক্রীড়ামুদী ভাইদের সরগরম করে রাখে। ফুটবল উন্মাদনায় মেতে ওঠে পুরো এলাকা।

সর্বশেষ গত শুক্রবার ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক এর সভাপতিত্বে, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সভাপতি, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ার পাশা প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সাবেক দলীয় ম্যানাজার ও সিজেকেএস এর সদস্য ব্যবসায়ী এস এম সাইফুদ্দিন। উদ্বোধক মোজাম্মেল হক হাত দিয়ে ফিতা কেটে এই জমজমাট ফাইনাল খেলার উদ্বোধন শুরু হয়।

পরিচয় পর্ব শেষ করে অতিথি গণ খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষ করেন। তারপর শুরু হয় জমজমাট এই ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতা করেন শক্তিশালী দু’দল ভুজপুর ফুটবল একাদশ বনাম নানুপুর ফুটবল একাদশ। উভয় দলেই চট্টগ্রাম ডিভিশন ও ঢাকা ডিভিশন এর খোলোয়াড় নিয়ে দল গঠন করেন।
খেলায় প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা বিরাজ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতে থাকে কিন্তু খেলার ৫০ মিনিটে কোনো দলই গোল নামের সোনার হরিণের দেখা পায়নি। খেলা গড়ায় ট্রাইবেকারে।

খেলার প্রধান অতিথি বলেন, জেলা পরিষদ এর পক্ষ হতে প্রতিটি থানায় একটি করে জেলা পরিষদ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হবে। এই মাঠের দর্শক ও খেলা দেখে তিনি তার শৈশবে ফিরে যান। যেহেতু ওনার জন্মস্থান এখানে সেহেতু ওনার বেড়ে ওঠাও এখানে। তাই তিনি শৈশব স্মৃতি চারন করেন। আগামী সরকারি ভাবে বড় কোনো টুর্নামেন্ট করার সুযোগ থাকলে তিনি এই মাঠকেই প্রাধান্য দিবেন বলে জানান। তিনি মাঠের সংস্কার এর কথা বলেন। পূর্ব দক্ষিণ পাশে পাকা নির্মিত গেইট নিয়ে আলোচনা করেন এবং খুব শীগ্রই এটার একটা ব্যবস্থা নিবেন বলে জানান। তিনি বলেন, তিনি মানুষ একজন দায়িত্ব একাধিক তাই ব্যস্ত সময় পার করছেন। এলাকার মানুষ যে কোনো প্রয়োজনে তার সাথে দেখা করতে পারবেন বলে উদার মনে বলেন।

উদ্বোধক মোজাম্মেল হক বলেন, তিনি এই প্রত্যন্ত অঞ্চলে এত হাজার হাজার দর্শক দেখে মুগ্ধ। এত সুন্দর আয়োজন থাকে শিহরিত করেছে। এই রকম আয়োজনে না আসলে তিনি মিস করতেন বলে জানান। ভবিষ্যৎ এ যে কোনো আয়োজনে ওনার সহযোগিতা থাকবে বলে জানান সেই সাথে তিনি ধর্মপুর এফসি কে আন্তরিক ধন্যবাদ জানান এই ধরনের একটি আয়োজন করার জন্য। তিনি বলেন, যুব সমাজ ক্রীড়া অঙ্গনে জড়িত থাকলে সমাজের বিভিন্ন অপরাধ কমে যাবে। কমে যাবে মাদকাসক্ত ও কিশোরগ্যাং এর মত অপরাধ। পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন, আমার ইউনিয়নের যুব সমাজের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে আমি তাদের নিয়ে গর্ব করি। পরিশেষে ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে নানুপুর ফুটবল একাদশ ভুজপুর ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় চমৎকার নৈপুণ্যের জন্য নানুপুর ফুটবল একাদশ এর গোল রক্ষক সালমি সেরা খেলোয়াড় ও ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয়। হাজার হাজা দর্শক সুশৃঙ্খলভাবে এই খেলা উপভোগ এবং ধর্মপুর এফসির চমৎকার চমৎকার ব্যবস্থপনা সবাইকে আনন্দিত করেছে। নিঃসন্দেহে বলা যায় এটি ধর্মপুর এস সির একটি সফল আয়োজন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে এফসির কর্মকর্তারা জানান।

Weather Data Source: Wettervorhersage 14 tage

আরো পড়ুন