
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এপ্রতিপাদ্যকে সামনে রেখে
রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার ৩০সেপটেম্বর সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও র্যালীশেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড আর্নিকা আক্তার, শিক্ষিকা মেহবুবা আখতার, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, থানার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, কিশোর কিশোর ক্লাবের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ সহ রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কয়েকজন শিক্ষার্থীকে পোশাক পুরস্কৃত করা হয়।