
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামায়াতের ১৬ বছর পর সীরাতুন্নবী (সা:) অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ২ টায় উপজেলা শিল্পকলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধক্ষ্য মাও: তোফায়েল আহমেদ খান।
জামালগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতের সুনামগঞ্জ জেলা আমীর উপাধক্ষ্য মাও: তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রটারী মমতাজুল হাসান আবেদ, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মাও: হাবিবুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম জিসান প্রমুখ।

উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, দলীয় নেতা, সিরাজুল হক ওলী, আ: মুহিত, খাইরুল কবীর চৌধুরী এসদোহা, সাইফুল ইসলাম, ঈসমাইল, মোশায়েল আহম্মদ, আকিকুল হক প্রমুখসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্ব নবী শ্রেষ্ঠ ও শেষ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কে এই পৃথিবীতে রহমাত সরূপ প্রেরণ করেছেন। যাঁকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতোনা..হযরত মোহাম্মদ( সাঃ).যে ভাবে কালেমার দাওয়াত দিয়েছেন সেই নমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন সৎলোকের শাষন কায়ের লক্ষে কাজ করে যাচ্ছে তাই জামায়াতে ইসলামীর মহতী কাজে শামিল হওয়ার আহব্বান জানান।
